Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের পাঞ্জাবে খুলছে স্কুল-কলেজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ৯:৩২ এএম

ভারতে করোনার প্রকোপ এখনও কাটেনি। তবে তার জন্য আর স্কুল বন্ধ রাখতে নারাজ পাঞ্জাব সরকার। তাই কভিড সতর্কতা মেনেই সোমবার (২ আগস্ট) থেকে স্কুল খোলার নির্দেশ দিল পাঞ্জাব সরকার। দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির পাঠদান চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনটিই বলা হয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে।
দেশটির জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত কভিড বিধি-নিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। তার মধ্যেই শনিবার পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাঠদান চালু হলেও, স্কুলে কভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে।
কভিডের বিরুদ্ধে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই স্কুলের পাঠদান বন্ধ রাখার প্রয়োজন নেই বলে সম্প্রতি জানান বিশেষজ্ঞরা। তার পরই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। তবে স্কুল খুললেও, কভিড বিধি-নিষেধ জারি থাকছে রাজ্যে ১০ আগস্ট পর্যন্ত, বলছে আনন্দবাজার।
পাঞ্জাবে এখনও পর্যন্ত ৫ লাখ ৯৯ হাজার ২০৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ২৯২ জন করোনা রোগীর। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমিত হন ৪৮ জন। মারা গেছেন দুজন। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ