Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাক্তন স্ত্রীর ৭ মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদ নিষ্পত্তি মামলায় জনি ডেপের বিরল বিজয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ৮:৩৭ পিএম | আপডেট : ৮:৪৫ পিএম, ৩১ জুলাই, ২০২১

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের ৭ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি বিষয়ক বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির মামলায় জনি ডেপ বিরল বিজয় অর্জন করেছেন। আদালতে জনি ডেপের আইনজীবী দাবি করেছেন যে, প্রতিশ্রুত অনুদানের বিষয়ে মামলাটি ছিল একটি বানোয়াট ও কারসাজিমূলক মিথ্যা মামলা।–ইন্ডিপেন্ডেন্ট ইউকে

আইনজীবি বলেন, মামলাটি একটি মনগড়া অভিযোগের ভিত্তিতে তৈরি মামলা। জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড হাইকোর্টে আসেন, যখন মানহানিমূলক এই মামলার শুনানি চলে। এতে জনি ডেপ একটি বিরল বিজয় অর্জন করেছেন। তিনি তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডকে দেয়া প্রতিশ্রুতি পালন করেছিলেন কিনা, তার ব্যাপারে আদালতের রায়ের অপেক্ষা করছিলেন। শুনানি শেষে আদালতের রায়ে জনি ডেপের বিরুদ্ধে আনীত ৭ মিলিয়ন ডলার (৫ মিলিয়ন ইউরো) অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে বিবাহবিচ্ছেদ মামলাটি নিষ্পত্তি হয় এবং জনি ডেপের বিরল বিজয় অর্জিত হয়।

২০১৫ সালে বিয়ে করেন হলিউড তারকাজুটি জনি ডেপ ও আম্বার হার্ড। বিয়ের ঠিক পরের বছর শুরু হয় তাদের গৃহবিবাদ। নির্যাতনের মামলা ঠুকে ১৫ মাসের সংসারের ইতি টানতে চান আম্বার হার্ড। পরে ২০১৬ সালের মে মাস থেকে দু'জনের মধ্যে আইনি লড়াই শুরু হয়। সেই সময় আম্বার হার্ড অভিযোগ করেছিলেন তার সাবেক স্বামী তার দিকে সেলফোন ছুড়ে মেরেছিলেন। এমনকি ২০১৬ সালের ২১ এপ্রিল জনি ডেপ একটি শ্যাম্পেনের বোতল দেয়ালে ছুড়ে মেরেছিলেন আর আম্বারের দিকে ছুড়ে দিয়েছিলেন ওয়াইনের গ্লাস। তবে ২০১৯ সালের জানুয়ারি মাসে এক সংবাদ সম্মেলনে জনি জানান আম্বার হার্ডকে একেবারেই শারীরিক নিগ্রহ করেননি। এদিকে ইতিমধ্যেই একটি ব্রিটিশ পাবলিকেশনের পক্ষ থেকে জনিকে বলা হয়, 'স্ত্রী নিগ্রহকারী' এবং এই সুবাদে তিনি মানহানির মামলা করেছেন ওই প্রকাশনা সংস্থার বিরুদ্ধে। জনি ডেপের আইনজ্ঞ অ্যাডাম ওয়াইল্ডম্যান বলেছেন, 'আমাদের হাতে এক ডজনেরও বেশি ভিডিও সিকিউরিটি টেপ রয়েছে, পাশাপাশি রয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ান, যা দিয়ে প্রমাণ করা যাবে সব অভিযোগ মিথ্যা।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড

২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২২ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২
১ জুলাই, ২০২২
২৪ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ