মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা সংক্রমণের বিরুদ্ধে টিকা যে সুরক্ষা দেয় তা সময়ের ব্যবধানে হ্রাস পেতে থাকে। তাই টিকা কর্মসূচি বছরের পর বছর চালাতে হবে। ব্রিটিশ সরকারের পরামর্শক গ্রুপের কাছে এ তথ্য জানিয়েছে বিজ্ঞানীরা। ‘কোভিডের বিরুদ্ধে টিকা কতদিন কার্যকারিতা অব্যাহত রাখবে’ শিরোনামে প্রতিবেদনটি তৈরি করেছেন ইমপেরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব বার্মিংহাম এবং পাবলিক হেলথ ইংল্যান্ডের প্রখ্যাত ভাইরাস ও মহামারি বিশেষজ্ঞরা। সরকারের সায়েন্টিফিক এডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিসের কাছে পাঠানো নথিতে বলা হয়েছে, ‘সম্ভবত সার্স-কোভ-২ এর সংক্রমণের বিরুদ্ধে এবং রোগের তীব্রতা ঠেকাতে টিকা যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সম্ভবত সময়ের ব্যবধানে সেই ক্ষমতা হ্রাস পায়।’ বিজ্ঞানীরা বলেছেন, ‘তাই সার্স-কোভ-২ এর বিরুদ্ধে টিকাদান কর্মসূচি আগামী অনেক বছর চালিয়ে যেতে হবে, কিন্তু কোভিড থেকে রক্ষা করার জন্য পুনরায় টিকা দেওয়ার জন্য সর্বোত্তম সময়ের ব্যবধান কতদিনের হবে তা আমরা এখনও জানি না।’ যুক্তরাজ্য ইতোমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার তিন ডোজ করে টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে। বাস্তব পরিসংখ্যানে দেখা গেছে, এই টিকাগুলো যুক্তরাজ্যে চলতি বছরের শুরুতে ছড়িয়ে পড়া করোনার আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর। তবে পরবর্তী সংক্রমণ ঠেকাতে এই টিকাগুলোর কার্যকারিতা তুলনামুলকভাবে কম। অপর দিকে, টিকা পাওয়া ব্যক্তিরা করোনায় সংক্রমিত হলে তাদের মাধ্যমে অন্যরাও সংক্রমণের শিকার হতে পারেন। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের এক অভ্যন্তরীণ নথিতে এ তথ্য জানিয়েছে। সিডিসির নথিটি দেখেছিলেন ইমোরি ভ্যাকসিন সেন্টারের প্রধান ডা. ওয়াল্টার ওরিনস্টেইন সিএনএনকে বলেছেন, ‘মূল কথাটি হচ্ছে, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায়, টিকাপ্রাপ্ত মানুষ অসুস্থ না হলেও সংক্রমিত হয় এবং সংক্রমিত রোগীদের মতো একই মাত্রায় ভাইরাস ছড়ায়।’ তবে টিকা প্রাপ্তরা তুলনামুলকভাবে নিরাপদ বলে জানিয়েছেন তিনি। সিডিসির ওই নথিতে বলা হয়েছে, ‘টিকা রোগের তীব্রতা ৯০ শতাংশের বেশি হ্রাস করে। তবে সংক্রমণ প্রতিরোধে কম কার্যকর হতে পারে। তাই টিকা দেওয়ার পরও অনেক বেশি সংক্রমণের ঘটনা ঘটছে।’ এতে জানানো হয়েছে, করোনায় মৃত্যুঝুঁকি ১০ গুণ বেশি এবং পুনরায় সংক্রমণ ঝুঁকি তিন গুণ হ্রাস করে টিকা। সিডিসি বলেছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তার ঘটাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনার এই ভ্যারিয়েন্ট এতোটাই সংক্রামক যে, এটি গুটি বসন্তের মতোই সহজেই বিস্তার ঘটাচ্ছে। গার্ডিয়ান, সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।