মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যে বিড়াল হত্যার দায়ে এক সাবেক নিরাপত্তা প্রহরীর পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার ইংল্যান্ডের দক্ষিণের হোভ ক্রাউন কোর্ট এই দন্ড দিয়েছে। স্টিভ বোকুয়েট নামে ৫৪ বছরের ওই ব্যক্তি অবকাশযাপন শহর ব্রাইটনে ৯টি বিড়াল হত্যা করেছিলেন। এছাড়া তিনি পিটিয়ে আহত করেছিলেন আরও সাতটি বিড়াল। বিচারক জেরিমি গোল্ড বলেছেন, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত বিড়ালগুলোকে হত্যা করেছিলেন বোকুয়েট। তার এই হত্যাকান্ডগুলো ছিল ‘নৃশংস’। এটি পারিবারিক জীবনের মর্মস্থলে আঘাত হেনেছিল। সাবেক নৌসদস্য বোকুয়েট অধিকাংশ ক্ষেত্রে রাতে বিড়ালগুলোকে হত্যা করেছিলেন। প্রাথমিকভাবে পুলিশকে ক্লু পেতে বেশ বেগ পোহাতে হয়েছিল। প্রথম যে বিড়ালটিকে বোকুয়েট হত্যা করেছিলেন, তার মালিক পরবর্তীতে বাড়ির সামনে সিসিটিভি লাগিয়েছিলেন। ওই ক্যামেরায় প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোকুয়েট তার থলে থেকে ছুরি বের করে একটি বিড়ালকে এলোপাতাড়ি আঘাত করছেন। পরে ওই বিড়ালটি ছুটে বাড়ির ভেতরে চলে যায় এবং সেখানেই মারা যায়। বিড়ালের মালিক রক্তের চিহ্ন ধরে এগিয়ে গেলে তিনি ওই বাড়িটির সামনে থাকা ক্যামেরা দেখতে পান। দুদিন পর ওই ক্যামেরা মালিক রাস্তায় বোকুয়েটকে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।