পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। দেশ এক মহাদুর্যোগের মধ্য দিয়ে অতিক্রম করছে। হাসপাতালগুলোতে আইসিইউ ও অক্সিজেন সঙ্কটের কারণে ইতিমধ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। এখন মানুষ বাঁচানোই হচ্ছে বড় রাজনীতি। করোনা পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকারের উচিত ছিলো দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রে কাজ করা। কিন্তু তা না করে সরকারের একলা চলো নীতি আর অপরিকল্পিত পদক্ষেপের ফলে দেশ চরম সঙ্কটে নিপতিত হয়েছে। একদিকে রোগী বাড়ছে। অন্যদিকে অর্থনৈতিক সঙ্কটে মানুষ দিশেহারা। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সঙ্কট মোকাবেলা করতে হবে। অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। অক্সিজেন, আইসিইউ-সহ চিকিৎসা সুবিধা বাঁড়াতে হবে। একই সাথে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্যের জন্য জুলুম, নির্যাতন , পাপ-পঙ্কিলতার পথ পরিহার করে সবাইকে তাওবাহ করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রথম সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মুহাম্মদ ইসহাক তাঁর বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত উলামায়েকেরাম ও নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান।
আজ শনিবার বিকেল ৩টায় জুম এ্যাপসের মাধ্যমে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে সংগঠনের নায়েবে আমীর, উপদেষ্টামন্ডলীর সদস্য, যুগ্মমহাসচিব, সম্পাদকমন্ডলীসহ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যগণ সংযুক্ত ছিলেন।
অধিবেশনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবি প্রসঙ্গ, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও জনজীবনের স্থবিরতা প্রসঙ্গ, রাজনৈতিক সঙ্কট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ, অর্থনৈতিক দূরাবস্থা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি প্রসঙ্গ, দেশে দেশে মুসলিম নির্যাতন প্রসঙ্গ ও একটি শোক প্রস্তাবসহ ৬টি প্রস্তাব গ্রহীত হয়। অধিবেশনে ক্রমবর্ধমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি, সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারীদের রূহের মাগফিরাত কামনা করে ও আক্রান্ত সকলের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।