বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগমীকাল ১ আগস্ট (রোববার) থেকে রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। একইসঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে এবং সাপ্লাই চেইন সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনমুখী সকল ধরনের শিল্প ও কল-কারখানা খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
শিল্প ও কল-কারখানা চলাকালীন সময়ে ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের ব্যাংক সপ্তাহে ৫ দিন চালু রাখার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাস্থ্যবিধি মেনে রফতানি ও উৎপাদনমুখী সকল শিল্প ও কল-কারখানা খোলা রাখার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।