পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টিকাকরণের হার ৭১ দশমিক ১৮ শতাংশে ওঠার পরও করোনাভাইরাস মহামারিতে গত কয়েক সপ্তাহে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে দিনপ্রতি ২০ হাজারে উঠে গেছে। তুরস্কের ১১টি প্রদেশের প্রত্যেকটির সাম্প্রতিক সাপ্তাহিক পরিসংখ্যান দেখাচ্ছে যে, গত মাসে মহামারি সাময়িক বিরতি দেয়ার পর দেশটিতে ফের ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।
১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে দেড় কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশের সবচেয়ে জনাকীর্ণ শহর ইস্তাম্বুলে প্রতি ১ লাখ লোকের মধ্যে সাপ্তাহিক সংক্রমণের হার ছিল ৮৮ দশমিক ১৯ শতাংশ। রাজধানী আঙ্কারায় এ সংখ্যা ছিল ৬৯ দশমিক ১৩ এবং তৃতীয় বৃহত্তম প্রদেশ ইজমিরে এটি ছিল ৩৩.৪৩ শতাংশ। পূর্বাঞ্চলীয় প্রদেশ সির্তে সবচেয়ে বেশি সংত্রমণ শনাক্ত হয়েছে, প্রতি লাখে ৭৪৮.৩টি সংক্রমণ। এটি সাপ্তাহিক ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে, দিয়ার বাকর এবং বিতলিসের আগে, অন্য দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরের জিরেসান প্রদেশের পাশাপাশি পূর্বদিকে ইদর।
তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে সাপ্তাহিক সংখ্যা প্রকাশকালে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জনসাধারণকে ‘প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ক্ষমতা বিপন্ন না করার’ আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন ‘আমাদের টিকা নিতে হবে এবং নিয়মগুলো মেনে চলতে হবে’। কোকা সংক্রমণ ও টিকাদানের হারের মধ্যে ‘সম্পর্ক’ উল্লেখ করেন।
এদিকে তুরস্ক জানুয়ারিতে গণটিকা অভিযান শুরুর পর থেকে ৭১ দশমিক ১৮ শতাংশ মানুষকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন করেছে। বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশটি তার নিবিড় টিকাদান অভিযান অব্যাহত রেখেছে। দেশটির ১৮ বছর বা তার বেশি বয়সী সবাই ভ্যাকসিন পাওয়ার যোগ্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৪ কোটি ৫১ লাখেরও বেশি মানুষ তাদের প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৩ লাখ ৩৩ হাজারেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬৫ দশমিক ২৪ শতাংশ কমপক্ষে একটি ভ্যাকসিন ডোজ পেয়েছেন। মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ২২ হাজার ১৬১টি নতুন সংক্রমণ এবং ৬০ জনের মৃত্যু নিশ্চিত করেছে।
দেশব্যাপী সংক্রমণ হ্রাস এবং তাৎক্ষণিকভাবে টিকা দেওয়ার অভিযানের মধ্যে, তুরস্ক ১ জুলাই সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে একটি নতুন স্বাভাবিককরণের পর্যায়ে প্রবেশ করেছিল। তবে, ভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্টের বিস্তার সীমীত করতে দেশটি ভারত থেকে ফ্লাইট স্থগিত করেছে এবং যুক্তরাজ্য, ইরান, মিশর এবং সিঙ্গাপুর থেকে আগমনের প্রয়োজনে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাব থেকে নেগেটিভ রিপোর্ট আনার নির্দেশনা দিয়েছে।
চীনে ১৬০ বিশ্বে ৪০০ কোটি ডোজ দেয়া হয়েছে
এদিকে মহামারি কোভিড-১৯ প্রতিরোধকল্পে টিকাদান কার্যক্রম শুরুর পর হত আট মাসে সারাবিশ্বে ৪০০ কোটিরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য প্রকাশ করেছে।
বৈশ্বিক টিকাদান কার্যক্রম কিছুটা ধীর গতিতে হয়েছে। এর মধ্যে শেষ এক বিলিয়ন ডোজ টিকা দিতে সময় লেগেছে ৩০ দিন। অথচ এর আগে এক বিলিয়নে সময় লেগেছে ২৬ দিন। প্রথম এবং দ্বিতীয় বিলিয়নে সময় লেগেছে যথাক্রমে ১৪০ দিন এবং ৪০ দিন।
চারশ’ কোটি ডোজের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি ১৬০ কোটি ডোজ দেওয়া হয়েছে চীনে। ভারতে ৪৫ কোটি ১০ লাখ এবং যুক্তরাষ্ট্রে ৩৪ কোটি ৩০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া ব্রাজিলে ১৩ কোটি ৮০ লাখ, জার্মানিতে ৯ কোটি ১০ লাখ, যুক্তরাজ্যে ৮ কোটি ৪০ লাখ এবং জাপানে ৮ কোটি ২০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জনসংখ্যার ৭০ শতাংশকে ভ্যাকসিনের পুরো ডোজ প্রদান প্রায় সম্পন্ন হয়েছে। উরুগুয়ে এবং বাহরাইন উভয়ই ৬০ শতাংশের বেশি জনসংখ্যাকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন করেছে।
এদিকে কাতার, চিলি, কানাডা, ইসরায়েল, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মঙ্গোলিয়া, ডেনমার্ক ও বেলজিয়ামে জনসংখ্যার অর্ধেকের বেশি লোককে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সী, ডেইলি সাবাহ ও এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।