পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : আইএসের কবল থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরমুক্ত করতে সহায়তার জন্য দেশটিতে আরো ছয় শতাধিক সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। বিবৃতিতে বলা হয়, ইরাকে মার্কিন সামরিক উপদেষ্টা ও পদাতিক সেনা পাঠাতে বাগদাদ যে অনুরোধ জানিয়েছিল তাতে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরাক এব্যাপারে ঐকমত্য হয়েছে যে, আইএসের কাছ থেকে গুরুত্বপূর্ণ মসুল দখলমুক্ত করতে সেখানে আরো সৈন্য দরকার। নিউ মেক্সিকোতে সফরকালীন কার্টার সংবাদদাতাদের বলেন, এই সৈন্যবৃদ্ধি হচ্ছে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহরে আইএস দখলদারিত্বের অবসান ঘটানো এবং তাদের বিচ্ছিন্ন করার লক্ষ্যেরই অংশ। যুক্তরাষ্ট্রের জনৈক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ৬১৫ জন সৈন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরাকে পৌঁছলে সেখানে আইএসের বিরুদ্ধে লড়াই করতে মোট মার্কিন সৈন্যের সংখ্যা দাঁড়াবে ৫,২৬২ তে। যুক্তরাষ্ট্রের এই বাড়তি সামরিক লোকজন ইরাকি নিরাপত্তা বাহিনী এবং কুর্দি পেশমার্গাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা দেবে বলে উল্লেখ করেন কার্টার। এর আগে ইরাকি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল গত রোববার জানিয়েছিলেন, মসুলসহ ইরাকি শহরগুলো স্বাধীন করার অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সম্পূর্ণ ইরাকি। ভিওএ, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।