মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই জরুরি বিধিনিষেধ তুলে নেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়ছে মালয়েশিয়া সরকার। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং এতে মারা গেছেন প্রায় ৮ হাজার জন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সংক্রমণের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি; কারণ পরীক্ষার হার কম।
দেশটি বর্তমানে জরুরি অবস্থার মধ্যে রয়েছে, যা আগামীকাল শেষ হবে এবং বলা হচ্ছে, এই জরুরি অবস্থা আর বাড়ানো হবে না। বিরোধী নেতারা বলেছেন, গত সপ্তাহে এই বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে তাদের অবহিত করা হয়নি। এই সিদ্ধান্তের ফলে জনগণের ওপর কেমন প্রভাব পড়বে, তারা সেটা তা জানতে চেয়েছেন।
অন্যান্য দেশের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিও করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রামক ডেলটা ভ্যারিয়েন্টের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে এখন দিনে ১৪ হাজারেরও বেশি মানুষের মধ্যে করোনা শনাক্ত হচ্ছে, মঙ্গলবার রেকর্ড সংখ্যক ২০৭ জনের মৃত্যু হয়েছে। বিপুল সংখ্যক রোগী সামাল দিতে না পেরে হাসপাতালগুলো রোগীদের ফিরিয়ে দিচ্ছে। এমনকি ভর্তি হওয়া রোগীদের জন্য শয্যা নিশ্চিত করা যাচ্ছে না।
যারা লাশের সৎকার করেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া সংশ্লিষ্ট কর্মীরা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, তারা করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ সৎকারের জন্য অসংখ্য টেলিফোন কল পাচ্ছেন, যাদের মধ্যে অনেকে বাড়িতেই মারা গেছেন।
কয়েক জন বিশেষজ্ঞ বলেছেন, বর্তমান জরুরি ব্যবস্থাও ‘আধাসেদ্ধ’ অবস্থা অর্থাৎ পুরোপুরি কাজ করছে না। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে এই বিধিনিষেধ কোনো কাজে আসছে না। তবে বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর এবং নিম্ন আয়ের পরিবারগুলোর বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তাদের কেউ কেউ সাহায্যের আবেদন জানাতে তাদের ঘরের বাইরে সাদা পতাকা উড়িয়েছেন। সূত্র : বিবিসি বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।