Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনার সুপার স্প্রেডার মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

করোনার সুপার স্প্রেডার দেশে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে মিয়ানমার। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত এই সতর্কবার্তা দিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে করোনার তীব্র সংক্রমণ চলছে। গত ফেব্রুয়ারিতে দেশটিতে সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। এর ফলে করোনার টিকাদান প্রকল্পে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, শনাক্ত পরীক্ষা ব্যবস্থায় ধস নেমেছে এবং সরকারি হাসপাতালগুলো একরকম অকার্যকর হয়ে পড়েছে। সরকার বিরোধী কর্মসূচির অংশ হিসেবে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। তবে তারা গোপনে ব্যক্তিগতভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যেই তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চালাচ্ছে সামরিক সরকার। জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউজ জানিয়েছেন, মিয়ানমারে করোনায় কতজন মারা গেছে তার সঠিক সংখ্যা স্পষ্ট নয়। সাংবাদিক ও চিকিৎসকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানোয় সঠিক সংখ্যা জানাটা মুশকিল। তিনি বলেছেন, ‘আমরা জানি সংক্রমণ ঊর্ধ্বমুখী। এটি দ্রুত বাড়ছে, উদ্বেগজনকভাবে দ্রুত বাড়ছে।’ মিয়ানমারের সামরিক নিয়ন্ত্রিত স্বাস্থ্য ও খেলাধুলা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত পহেলা জুন থেকে দেশটিতে করোনায় চার হাজার ৬২৯ জনের মৃত্যু হয়েছে। বাস্তব সংখ্যা অবশ্য এরচেয়ে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। টম অ্যান্ড্রিউজ বলেন, ‘ইয়াঙ্গুনে তিনটি লাইন হচ্ছে এখন সাধারণ। একটি এটিএম বুথের সামনে, একটি অক্সিজেনের জন্য-যেটি অত্যন্ত বিপজ্জনক। কারণ আক্ষরিক অর্থে যারা অক্সিজেনের জন্য লাইনে দাঁড়াচ্ছে তাদেরকে গুলি করে মিয়ানমারের সামরিক বাহিনী। তৃতীয়টি লাইনটি হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ও মর্গের সামনে।’ মিয়ানমারের বিভিন্ন শহরে অক্সিজেন, মেডিকেল সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকট চলছে। অভিযোগ রয়েছে, দেশটির সেনাবাহিনী অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। তাদের দাবি, মানুষ অক্সিজেন ট্যাংক মজুত করে রাখছে। টম অ্যান্ড্রিউজ বলেন, ‘ভয়াবহ ডেল্টা ভ্যারিয়েন্টে ও এই রোগের অন্যান্য রূপগুলির সমন্বয়ে মিয়ানমারেকোভিড -১৯ সুপার স্প্রেডার হয়ে উঠছে, যা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত মারাত্মক, অত্যন্ত সংক্রামক... এটি সব কারণে অত্যন্ত বিপজ্জনক।’ গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ