মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কে রয়েছে ব্রিটেন। তাই দু’টি কোভিড টিকা নেয়া থাকলেও ভারতীয় যাত্রীরা এখনও লাল তালিকাভুক্তই থাকছেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গোষ্ঠীভুক্ত দেশগুলোর নাগরিকেরা ব্রিটেনে গেলে তাদের ১০ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনের নিয়ম আর মেনে চলতে হবে না। কিন্তু ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে এখনই এই নিষেধাজ্ঞা তোলা হল না। তারা লালতালিকাভুক্তই রইলেন।
ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞদেরও আশঙ্কা, করোনাভাইরাসের ডেলটা রূপই দেশে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই ব্রিটেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী ২ আগস্ট থেকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গোষ্ঠীভুক্ত দেশগুলির নাগরিকদের ব্রিটেনে যাতায়াত থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। তবে বরিস জনসনের সরকার জানিয়েছে, কোভিড টিকা নেয়া থাকলে তবেই ব্রিটেনে পা রাখতে পারবেন যাত্রীরা। সূত্র : হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।