Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে আমিরাতে ফ্লাইট নিষিদ্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৯:৫৬ এএম

আবারও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট আগামী ৭ আগস্ট পর্যন্ত নিষিদ্ধই থাকছে। এমিরেটস এয়ারলাইন বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।

এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও ডেল্টা ভ্যারিয়েন্টের আত্মপ্রকাশ করার কারণে এয়ারলাইনটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুবাইভিত্তিক এয়ারলাইনটি টুইটারে এই তথ্য প্রকাশ করেছে।

এয়ারলাইনটি আরো জানায়, কোনো যাত্রী গত ১৪ দিনের মধ্যে ভারত গিয়ে থাকলে তাকে আমিরাতে প্রবেশ করতে দেয়া হবে না।
অবশ্য, আমিরাতি, গোল্ডেন ভিসাধারী ও কূটনীতিক মিশনের স্টাফরা যদি সর্বশেষ ভ্রমণ বিধিনিষেধ অনুসরণ করেন, তবে তাদেরকে ছাড় দেয়া হবে বলে জানানো হয়েছে।

ফ্লাইট নিষিদ্ধ থাকলেও আট শ্রেণির লোকজন আমিরাতে প্রবেশ করতে পারবে।

তারা হলেন
১. এক্সপো ২০২০ অংশগ্রহণকারী ও প্রদর্শনকারী
২. আমিরাতি ও তাদের স্বজনেরা
৩. গোল্ডেন ভিসাধারী
৪. কূটনৈতিক মিশন স্টাফ
৫. আমিরাত সরকারের কাছ থেকে অনুমতি গ্রহণকারী সরকারি প্রতিনিধিদল
৬. বৈধ পিসিআর পরীক্ষার পর বিদেশী কোম্পানির কার্গো ও ট্রানজিট ফ্লাইট ক্রু
৭. অনুমতি গ্রহণকারী ব্যবসায়ী
৮. সরকারি স্বীকৃতিপ্রাপ্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তি।

সূত্র : গালফ নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ