বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় পুলিশের তৎপরতায় ডাকাত সরদার মিলাদ মিয়া (৩০) কে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার ২৮ জুলাই দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্যেমে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শালন গ্রামে গত ১৬ জুলাই ডাকাতরা বসত ঘরের কলাপসিবল গেইটের তালা এবং দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ীর লোকজনদের দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ সর্বমোট ১১ লক্ষ ৫৬ হাজার ৬ শত টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল উদ্ধারের জন্য অভিযান অভ্যাহত রয়েছে।
এ ঘটনার পর কুলাউড়া থানায় মামলা হলে, মূল ডাকাত মিলাদ সহ সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। মিলাদ মিয়া রাজনগর উপজেলার সালন গ্রামের তরিক মিয়ার ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।