Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের ঈদগাঁওতে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে ৩ যুবক নিখোঁজ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৩:০৫ পিএম

টানা বৃষ্টিতে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে ৩ যুবক নিখোঁজ হয়েছে ঈদগাঁওতে। উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাডা সড়কে নাশিখালের উপর নির্মাণাধীন ছুরত আলম সেতুর নীচে ঢলের পানিতে মাছ ধরতে গিয়েছিল ওই তিন যুবক।
আজ (বুধবার) সকাল ১১টার দিকে ওই যুবকরা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম জানান, নিখোঁজ যুবকত্র‍য় ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা।
ঢলের পানিতে মাছশিকার করতে নেমে ওই ৩ যুবক নিখোঁজ হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

জানা গেছে, নিখোঁজ ৩ জনের মধ্যে ২জন দরগাহপাড়ার শাহজাহান শাহ'র পুত্র ফারুখ (২৮),বাবুইয়্যা (২০), অপরজন শাহজাহান শাহ'র নাতি (নাম জানা যায়নি,বয়স আনুমানিক ১৪)।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ ‌


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ