Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে ট্রলার ডুবির পর ৩৩ ঘণ্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি নিখোঁজ ৩ শ্রমিক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৪:১২ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির পর ৩৩ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ তিন শ্রমিককে।

তাদের উদ্ধারে বুধবার (১৭ ফেব্রæয়ারি) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দ্বিতীয় দিনের মতো কপোতাক্ষ নদে অভিযান অব্যাহত রেখেছে।
নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ শ্রমিকদের উদ্ধার অভিযান চালাতে গিয়ে হিমসিম খাচ্ছে তারা।
এদিকে, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে কপোতাক্ষ পাড়ের আকাশ বাতাস। পরিবারের প্রিয় সদস্যকে ফিরে পেতে নদীর পাড়ে বসেই কান্নায় ভেঙে পড়ছেন তারা।

অপরদিকে, উদ্ধার তৎপরতা তদারকি করতে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে মাথাপিছু ১০ হাজার টাকা, ৫০ কেজি চাল ও একটি করে কম্বল প্রদান দেন।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শ্রমিকরা হলেন আশাশুনি উপজেলার শ্রীউলার বাবুর আলী, শফিকুল ও আজিজ।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। কিন্তু নদীতে প্রবল স্রোতে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ ‌


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ