বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গহনা কিনতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে পৌর শহরের রাজমতি মার্কেটের নিচতলা থেকে নিখোঁজ হয় ওই ব্যাংক কর্মকর্তা। নিখোঁজ ব্যাংক কর্মকর্তা পলাশবাড়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সাহেব মিয়ার ছেলে মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
নিখোঁজ ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানের নিকট আত্মীয় এএফএম শরিফুজ্জামান শরিফ জানান, তিনি পলাশবাড়ীতে থেকে গোবিন্দগঞ্জে গহনা কিনতে আসেন। কিন্তু রাত পৌনে ৮টার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান নিখোঁজ ঘটনায় পলাশবাড়ী থানায় জিডি করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার তথ্য পাওয়ার পর থেকেই তাকে খোঁজার সর্বাত্বক চেষ্টা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।