মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের অসংখ্য রূপের মধ্যে ডেলটা ভ্যারিয়েন্ট (ভারতীয়) হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। দুই ডোজ টিকা নেওয়া থাকলেও শরীরে ডেলটা ভ্যারিয়েন্টের আক্রমণ হতে পারে। বিশেজ্ঞদের এমন আশঙ্কা বিশ্বের অনেক দেশের মানুষকে আতঙ্কিত করে তুলেছে।
করোনাভাইরাস তার রূপ বারবার পরিবর্তন করে নতুন নতুন চেহারায় হাজির হয়েছে। এরই ধারাবাহিকতায় করোনার অন্যতম রূপান্তর ‘ডেলটা ভ্যারিয়েন্ট’। ভারতে ডেলটা ভ্যারিয়েন্টের উৎপত্তিস্থল হলেও বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডেলটা ভ্যারিয়েন্ট এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী করোনাভাইরাস। দুই ডোজ টিকা নেওয়া থাকলেও শরীরে করোনার ডেলটা ভ্যারিয়েন্টের আক্রমণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মূল করোনার তুলনায় ডেলটার ধরন আরও বেশি হারে দুই ডোজ টিকা নেওয়াদের আক্রান্ত করতে সক্ষম। আর এমন প্রমাণ প্রতিদিনই পাওয়া যাচ্ছে। ডেলটা ভ্যারিয়েন্ট একজনের কাছ থেকে দ্রæত অন্যদের শরীরে ছড়াতে পারে।
বিশ্বের ১০ শীর্ষ কোভিড বিশেষজ্ঞের সাক্ষাৎকারে উঠে এসেছে এই তথ্য। তারা এক সাক্ষাৎকারে বলেছেন, করোনার যে কোনো ধরনে গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে যাওয়া থেকে সুরক্ষার ক্ষেত্রে টিকা অনেকন কাজ দেয়। এখনও টিকা না নেওয়া মানুষেরা ভাইরাস আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।
কিন্তু স¤প্রতি বিভিন্ন দেশের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, টিকা পুরোপুরি নেওয়ার পরও ডেলটা ধরনে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে যাওয়া মানুষের সংখ্যা কম নয়। করোনায় যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু দেখা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাস সংক্রমিতদের ৮৩ শতাংশই ডেলটায় আক্রান্ত।
পাবলিক হেলথ ইংল্যান্ড গত ২৩ জুলাই এক পরিসংখ্যান দিয়ে বলেছে, যুক্তরাজ্যে ডেলটা ধরনে আক্রান্ত মোট ৩ হাজার ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৩ শতাংশ টিকা না নেওয়া মানুষ। আর ২২ দশমিক ৮ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।
এশিয়ার দেশ সিঙ্গাপুরেও ছড়িয়েছে ডেলটা ধরন। গত ২৩ জুলাই সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তারা বলেছেন, তাদের দেশে ডেলটা ভ্যারিয়েন্ট ভাইরাসে আক্রান্তদের তিন-চতুর্থাংশই টিকা নেওয়া মানুষ। যদিও তাদের কেউই গুরুতর অসুস্থ হননি। সূত্র : হেলথলাইন ডটকম, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।