বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ও ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে আটক করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২ টায়। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, সহকারী উপ পরিদর্শক সারোয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক মোঃ জাহেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা পুলিশের সহযোগীতায় পূর্ব মোহরার মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে আটক করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয়। আটক আসামীর নাম মোঃ বাদশা (৪০)। সে কাপ্তাইয়ের মোন্নাফের টিলা প্রকাশ মদের টিলায় বসবাসকারী মৃত মোঃ মনিরের পুত্র। গ্রেফতারকৃত আসামি দুর্ধর্ষ বন দস্যু হিসাবে পরিচিত। সে বন উজাড় করে অবৈধভাবে গাছ পাচার করতো বলে কাপ্তাই থানার ওসি জানান। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে কাপ্তাই থানায় বর্তমানে ৩ টি বন মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়া আরো ১০টি সিআর পরোয়ানা ও ১টি জিআর পরোয়ানাসহ সর্বমোট সে ১৪ টি মামলার পলাতক আসামী। আটক আসামী ২০১২ সাল, থেকে পলাতক রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।