মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবার ধরণ পাল্টাচ্ছে করোনা ভাইরাস। এবার আরও ভয়ংকর রূপে হাজির হচ্ছে। করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’ ইতিমধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে আরও এক ধরনের হদিস মিলল। এখনো পর্যন্ত ১৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। বিজ্ঞানের পরিভাষায় ধরনটির নাম বি১.৬২১। সম্প্রতি কভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দেশটির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গোটা বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। এ ছাড়া ধরণটির কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এ রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটেন ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এই ভেরিয়্যান্টের হদিস পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জানুয়ারিতে বি১.৬২১-এর প্রথম পাওয়া যায় কলম্বিয়ায়। এরপর থেকে এখনো পর্যন্ত ২৬টি দেশে ছড়িয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।