Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইজিপি ও র‍্যাব প্রধান আজ রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১১:৪৩ এএম

কক্সবাজারে অবস্থানরত আইজিপি ড. বেনজীর আহমদ ও র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ সোমবার ২৬ জুলাই উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এবং এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এই দুই কর্মকর্তা গত ২৫ জুলাই রোববার সকাল সাড়ে ১১টার দিকে পৃথক হেলিকপ্টার যোগে তিন দিনের সফরে কক্সবাজার আসেন।

এসময় কক্সবাজার বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মানুজ্জামান সহ অনান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।

আইজিপি ড. মোঃ বেনজীর আহমদ রোববার ২৫ জুলাই কক্সবাজারের বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তিনি কক্সবাজার পুলিশ অফিসার মেসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। রাত ৮ টায় কক্সবাজারে বিভিন্ন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্সে মিলিত হন।

তিনদিনের সফর শেষে মঙ্গলবার ২৭ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে তাঁরা ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা ক্যাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ