Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাজ মাল্টিমিডিয়া আর সিনেমা নির্মাণ করবে না

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

চলচ্চিত্রে আলোচিত প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সিনেমা নির্মাণ না করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ ও ফিল্ম নির্মাণ করবে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। ফেসবুকের মাধ্যমে তিনি বলেন, জাজ আর নতুন কোনও সিনেমা বানাচ্ছে না। কারণ, তিনটি সিনেমা এরমধ্যে আটকে আছে। এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওয়েবের ক্ষেত্রেও জাজ তার পুরনো সুনামের সাথে কাজ করার চেষ্টা করবে। জাজ জানায়, ৩টি সিনেমা করোনার কারণে মুক্তি দিতে পারছে না। এগুলো বিগ বাজেটের। ২-৩ কোটি টাকার ওপর এগুলোর বাজেট। এত টাকা কোনোমতেই ৫০ হল থেকে উঠে আসবে না। তাই, জাজ এখন থেকে ওটিটির জন্য ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ওয়েব প্রতিষ্ঠানটি চারটি ওয়েব সিরিজ নির্মাণ শুরু করেছে। এগুলো হচ্ছে অনুতাপ, পাপ, বারুদ ও খোঁজ। ওয়েব সিরিজগুলোর জন্য বেছে নেওয়া হচ্ছে জাজের পুরনো শিল্পীদের। এ তালিকায় আছেন নুসরাত ফারিয়া, পূজা চেরি, সিয়াম, রোশান প্রমুখ। উল্লেখ্য, জনতা ব্যাংকের ১ হাজার ৭০৮ কোটি টাকার ঋণখেলাপি মামলায় দীর্ঘ দিন ধরে আত্মগোপনে আছেন আবদুল আজিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ