মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৭ বছর বয়সী কিশোর মোহাম্মদ মুনির আল তামিমিকে ইসরায়েলি বাহিনী নাবি সালেহ গ্রামে বিক্ষোভের সময় পেটে গুলিবিদ্ধ করে। গুরুতর আহত এই কিশোর শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এই কিশোরের মৃত্যু হয়। -মিডল ইস্ট আই
পশ্চিমতীরে ইসরাইলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিল ওই কিশোর। বিক্ষোভে ইসরাইলি বাহিনী গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী ঠাণ্ডা মাথায় তাকে খুন করেছে। তার ঘরের দরজা খুলে শরীরে গুলি করছে বলে দাবি করেন তামিমির মা । গত শুক্রবারের বিক্ষোভে ইসরাইলি হামলায় ১৪৬ ফিলিস্তিনি আহত হওয়ার পর তামিমির মৃত্যুর ঘটনা ঘটলো। পশ্চিম তীরের বেইতা গ্রামে এটি ৯ম লাইভ ফায়ারে হত্যার ঘটনা। তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সহিংসতায় তাদের দু'জন সেনা আহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।