মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী শীতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট থাবা বসাতে পারে। ফ্রান্সের গবেষক গোটা বিশ্বকে এমনই সতর্কবার্তা দিলেন। ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জ্যঁ-ফসোয়াঁ দেলফেসি জানিয়েছেন, ‘আগামী শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে। এমন আশঙ্কা দেখতে পাচ্ছি।’
বার বার করোনাভাইরাসের রূপ বদল নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। প্রথম ঢেউ আছড়ে পড়ার পর একাধিকবার অসংখ্যবার রূপ পরিবর্তন করেছে করোনাভাইরাস। পুরো পৃথিবীতে আলফা, বিটা, ডেলটা, গামা ভ্যারিয়্যান্টগুলোর দাপট চলছে। বর্তমানে ডেলটা ভ্যারিয়্যান্টের দাপট দেখছে গোটা বিশ্বে।
এরই মধ্যে দেলফেসি বলেন, ‘শীতকালে নতুন একটি ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে বলে মনে করছি। কিন্তু এই ভ্যারিয়্যান্ট কতটা ভয়াবহ হতে পারে বা সংক্রামক হতে পারে, সেই বিষয়ে এখনও কিছু ধারণা করা যাচ্ছে না।’ করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেই বিষয়েও আশার কথা বলেন তিনি। এই বিশেষজ্ঞের কথায়, ‘২০২২ বা ২০২৩ সালে খুব সম্ভবত পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’
করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব আরোপের কথা জানান তিনি। জ্যঁ-ফসোয়াঁ দেলফেসির কথায়, ‘আগামী কয়েক বছরে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সামাজিক সহাবস্থান।’
তিনি জানান, করোনাভাইরাসের হাত থেকে মুক্তির জন্য টিকাদানে বিশেষ জোর দিতে হবে। যারা টিকা পেয়েছেন এবং যারা টিকা পাননি তাদের সমন্বয় বজায় রেখে চলা বড় চ্যালেঞ্জ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, মেডিক্যাল এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।