Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কচুক্ষেতের বউ বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট ৃহয়ে আব্দুল জলিল হাওলাদার নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই খলিলুর রহমান হাওলাদার জানান, কচুক্ষেত বউ বাজার এলাকায় একটি টিনশেড বাসায় মোটরের লাইন দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা দ্রæত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বর্তমানে ভাই ক্যান্টনমেন্টের কচুক্ষেত বউ বাজার এলাকার ৯৬৮ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পাঁচ ছেলের জনক ছিলেন তিনি। দেলোয়ার হোসেন হাওলাদারের সন্তান আব্দুল জলিলের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ