নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি আগেই ঘোষণা করেছিল যে, ঈদুল আযহার ছুটি শেষে শুক্রবার থেকে ফের মাঠে গড়াবে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। কিন্তু না, সিদ্ধান্ত ঠিক রাখতে পারেনি লিগ কমিটি। তাই গতকাল মাঠে গড়ায়নি বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা। একদিনের বিরতিতে এ খেলা শুরু হচ্ছে শনিবার থেকে। তবে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের কৃত্রিম মাঠে বিপিএলের ক্লাবগুলো খেলতে রাজী না থাকলেও সেখানে খেলা রেখেছে পেশাদার লিগ কমিটি! শনিবার লিগে উত্তর বারিধারা ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি অনুষ্ঠিত হবে কমলাপুরের এই কৃত্রিম মাঠে।
এছাড়া এ স্টেডিয়ামে আগামী সোমবার মোহামেডান ও বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার ম্যাচটিও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই মাঠে খেলবে না মোহামেডান। তারা ইতোমধ্যেই বাফুফেকে সরাসরি তা জানিয়েও দিয়েছে। খেলার সূচী পাওয়ার পরই বৃহস্পতিবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বরাবর চিঠি দিয়ে মোহামেডান জানিয়েছে তারা কমলাপুরে খেলবে না। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ এমপি স্বাক্ষরিত চিঠিতে মোহামেডান জানায়, আগামী ২৬ জুলাই পুলিশের বিপক্ষে তাদের ম্যাচটি কমলাপুরের পরিবর্তে যেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়। সাদাকালোদের যুক্তি হচ্ছে- কমলাপুর স্টেডিয়ামের কৃত্রিম মাঠে খেললে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার আশঙ্কা থাকবে। কিছুদিন আগে এই মাঠে অনুশীলন করায় লিগামেন্ট ছিড়ে গেছে মোহামেডানের জাপানি মিডফিল্ডার উরু নাগাতার। ফলে তিনি আর এ মৌসুমে খেলতে পারবেন না। যে কারণে নাগাতা দেশে ফিরে গেছেন। উরু নাগাতার ইনজুরির কথা উল্লেখ করে বাফুফেকে লেখা চিঠিতে তাদের খেলা যেন কমলাপুর স্টেডিয়ামে না রাখা হয় সে দাবি জানিয়েছে মোহামেডান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।