Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনার থাবায় প্রাণ গেছে আরো ৪জনের, শনাক্ত ১৭৫

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ৫:৪২ পিএম | আপডেট : ৬:২৬ পিএম, ২২ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে সিলেটে। সকলেই সিলেটের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৮ জন। এরমধ্যে সিলেট  ৪৭৭ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং ৫০ জন মৌলভীবাজারের। একই সময়ে বিভাগে আরও ১৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট  ১২৩ জন ও ৫২ জনের করোনা শনাক্ত হয় হবিগঞ্জে। সব মিলিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৮০ জন। এরমধ্যে সিলেট ১৯ হাজার ৩১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮১৯, হবিগঞ্জে ৩ হাজার ৯৪১ এবং মৌলভীবাজারে ৪ হাজার ৫৪১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৮১ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট ১৪৮ জন এবং ৩৩ জন মৌলভীবাজারের। সব মিলিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৬০ জন। এরমধ্যে সিলেট ১৮ হাজার ৯০৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৫০ জন এবং ৩ হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারের। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন নিশ্চিত করেছে এ তথ্য। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ৪০৯ জন আছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেটে ২৮৫, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ৪১ এবং ২৯ জন মৌলভীবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ