বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাল থেকে ফের কঠোর লকডাউনের ঘোষণায় পড়িমরি করে বাস বগুড়ায় টার্মিনাল মুখি হচ্ছে ঢাকাগামী যাত্রীরা। তবে যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকায় চরম ভোগান্তির মুখোমুখি হচ্ছে যাত্রীরা। সিট ও কভার ও টুল সেট করেও সমস্যার সমাধান হচ্ছেনা। বিদ্যমান ভাড়ার চেয়েও দ্বিগুণ ভাড়া দিয়ে যারা টিকেট নিতে পারছেন নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা।
এদিকে টিকেট না পেয়ে সোনাতলা উপজেলা থেকে বগুড়ায় আসা সিকিউরিটি গার্ডের কাজ করা আসাদুল ইসলাম ( ৩৪) বললেন, এখন টার্মিনাল ছেড়ে বনানী মোড়ে যেয়ে ট্রাক বা পিকাপ ভ্যানে চড়ে ঢাকা যেতেই হবে, নাহলে চাকরি চলে যাবে।
একই আক্ষেপ ধুনটের রিক্সা শ্রমিক আশরাফুলের। ঈদে বগুড়ায় আসাটাই তার মতো লোকদের জন্য ভুল হয়েছে। সময়মতো ঢাকায় ফিরতে না পারলে হয়তোবা তার রিক্সা অন্য শ্রমিককে দিয়ে দিতে পারে বলে আশংকা হচ্ছে তার।
এদিকে সকাল থেকে বগুড়ার মাটিডালি বিমান মোড়, চারমাথা,তিনমাথা এবং বনানী মোড় এলাকায় শতশত মানুষ যেকোনো গাড়িতে ওঠার চেষ্টা করছে। সবারই একটাই লক্ষ্য কঠোর লকডাউনের আগেই ফিরতে হবে ঢাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।