Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাড়ীর টানে বাড়ি এলেও কর্মের টানে ফেরা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ৪:২১ পিএম | আপডেট : ৬:২৭ পিএম, ২২ জুলাই, ২০২১

ঈদে নাড়ীর টানে বাড়ি ফিরলেও ঈদের রেশ শেষ হতে না হতেই আসন্ন লকডাউনের কারনে আজ থেকে শুরু হয়েছে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরা। সকাল থেকে ট্রেন আর বাসে ফের যাত্রা শুরু হয়েছে। সর্বত্রই ছিল মানুষের ভীড়। বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ভীড় ছিল নজরে পড়ার মত। বাস কাউন্টারের লোকজন বলছেন ঈদের পরের দিন যাত্রীদের এমন চাপ অতীতে কখনো দেখা যায়নি। ফলে টিকেট সংকট দেখা দিয়েছে। শিরোইল ঢাকা বাসষ্ট্যান্ডে যাত্রীদের সাথে আলাপকালে বলেন, এবার লকডাউন কড়া হবে। সরকারী বে-সরকারী অফিস ছুটি কর্মীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। ফলে নির্দেশনা মোতাবেক হাজির থাকতে হবে।
অনেকেই ফিরছেন পরিবার পরিজন নিয়ে। আবার অনেকেই তাদের বাড়িতে রেখে যাচ্ছেন। যাত্রীদের বেশীর ভাগই চাকুরীজীবী। শুধু রাজধানী গামী নয় অন্য রুটগুলো বাসেও ভীড় লক্ষ করা যায়। দু’জন যাত্রী বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে রাজশাহী ছয় ঘন্টার পথ ষোল ঘন্টা পাড়ি দিয়ে এসে একটু বিশ্রাম নিতে পারলাম না। নাড়ীর টানে বাড়ি এলেও কর্মের টানে ফিরে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ