Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালীতে কুরবানী গোস্ত নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি, একই পরিবারের ৪জন বিষপান, একজনের মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ১২:১০ পিএম

মহেশখালীতে কুরবানী গোস্ত নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জের ধরে একই পরিবারের ৪জন বিষপান করেছে। এতে মায়নুর (১৪) নামক শিশুর মৃত্যু হয়েছে।

অন্যান্যদের কক্সবাজার সদর হাসপাতালে দেয়া হচ্ছে।

বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ইয়ার মোহাম্মদের বোনের বাসা থেকে কুরবানীর গোস্ত দেওয়াকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পারেন করেন স্ত্রী মুরশেদা আক্তার।

পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে সেখানে গিয়ে দরজা বন্ধ পান। ডাকাডাকি করেও কোন খবর না পেলে তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাইনুরকে মৃত ঘোষণা দেন চিকিৎসক।
অন্যান্যদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জকরিয়া।
মহেশখালীর থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, এধরণের খবর পেয়ে তিনি সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিষপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ