রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরায় অভিমান করে কিশোরী ও সখিপুরে পারিবারিক কলহে বিষপানে মাহিন্দ্র ট্রাকচালক আত্মহত্যা করেছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
মাগুরা থেকে স্টাফ রিপোর্টার জানান, মাগুরায় হোছনেয়ারা (১৪) নামে এক কিশোরী মায়ের সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে।
সে জেলার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামের ছলিতা মোল্লার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে হোছনেয়ারাকে নামাজ পড়ার জন্য বকা দিলে মায়ের ওপর অভিমান করে সবার অনুপস্থিতিতে বিষপান করে। পরে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. কাজী আবু আহসান তাকে মৃত ঘোষণা করে।
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে সুমন মিয়া (২৫) নামের এক মাহিন্দ্র ট্রাকচালক আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের হয়দর আলীর ছেলে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে বিষপান করেন সুমন মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য পিন্টু মিয়া এ তথ্য জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।