Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র-মদসহ উত্তরার ছাত্রলীগ নেতা জুয়েলের ছবি ভাইরাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ৮:২৫ পিএম

ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর অস্ত্র ও মদসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আব্দুল রাজ্জাক জুয়েল। এছাড়া উত্তরায় কিশোর গ্যাংয়ের প্রশ্রয় দাতার তালিকায় রয়েছে সদ্য পদ পাওয়া এই নেতার নাম। পদ পাওয়ার পর পরই তার অস্ত্র ও মদসহ ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তরায় আওয়ামীলীগ নেতাদের প্রশ্ন এমন একজন কীভাবে ছাত্রলীগের নেতৃত্বে আসে?

গত ১৫ জুলাই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনও সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিদয় উত্তরা পশ্চিম, দক্ষিণ খান, মোহাম্মদপুর থানা ও কয়েকটি ওয়ার্ডের ছাত্রলীগের কমিটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করে। এতে উত্তরা পশ্চিমথানার সভাপতি হন শাকিল উজ জামান বিপুল ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েল। জুয়েলকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের একটি প্রেস রিলিজ ঘুরছে ফেসবুকে। অনেকেই অস্ত্র ও মদসহ দুটি পৃথক ছবি ফেসবুকে পোস্ট করে লিখছেন, জুয়েলের মত ছেলে ছাত্রলীগের পদ পায় কীভাবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েল ইনকিলাবকে বলেন, তাকে কখনো ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়নি। এছাড়া অস্ত্র ও মদসহ ছবি দুটি এডিট করা বলে দাবি করেন তিনি। এদিকে কমিটি ঘোষণার সাথে সাথেই মহানগর সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণসম্পাদক সাইদুর রহমান হৃদয়ের বিরুদ্ধের শুরু হয় পদ বাণিজ্যের অভিযোগ-সমালোচনা। এই কয়েকটি থানার কমিটি দিতে এক কোটি টাকা পদ বাণিজ্য হয়েছে বলে ফেসবুকে লেখালেখি করে এই থানাগুলোর নেতাকর্মীরা। দক্ষিণ খান থানা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন সৌরভ কমিটি বাণিজ্যের সমালোচনা করে কয়েকটি পোস্ট করেছেন ফেসবুকে। ভাবিষ্যতে কমিটি বাণিজ্যের নানা দিক তুলে ধরবেন বলেও লিখেন তিনি।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২০ জুলাই, ২০২১, ৯:৪১ পিএম says : 0
    স্বাভাবিক বাবারা একদিনের ভিতরে ছুটাইয়া নিয়ে যাবে,ছেলে ঈদের মাংস খাইয়া উসকি খেতে হবে,আর পিস্তল রেখেছে এইটি তার দোষ নেই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ