Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসজিদের বারান্দায় মুশফিকের পড়াশোনা ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ৩:৪৫ পিএম | আপডেট : ৬:৩৫ পিএম, ২২ জুলাই, ২০১৯

বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক বারান্দায় বসে পড়াশোনা করেন তিনি। যে দৃশ্য দেখে মুশফিকের প্রশংসা করেছেন অনেকে।

জানা গেছে,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের একটি মসজিদের বারান্দার ছবি। এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করার পর এখন এমফিল করছেন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে গত বৃহস্পতিবার ছিল তার এমফিল কোর্সের একটি পরীক্ষা।

সেই পরীক্ষার আগে ক্যাম্পাসের মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেন মুশফিক। কেউ একজন সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের অনেকে তার প্রশংসা করে বলছেন, এটা মুশফিক বলেই সম্ভব হয়েছে।



 

Show all comments
  • Salman farsi ২৩ জুলাই, ২০১৯, ১২:৩৬ পিএম says : 0
    Mushfiq the real hero
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ