পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনওয়া প্রদেশে শক্তিশালী বিস্ফোরণে চীনের ৯ প্রকৌশলীসহ ১৩ জন নিহত হয়। ঘটনার একদিন পরে, বৃহস্পতিবার চীন অবিলম্বে মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত করতে আহবান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘আমরা পাকিস্তানকে অবিলম্বে ও সুষ্ঠুভাবে তদন্ত পরিচালনা, আহতদের যথাযথভাবে স্থানান্তর ও চিকিৎসা করা, সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, সুরক্ষা ঝুঁকি নিরসন এবং পাকিস্তানের চীনা কর্মী, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বলেছি।’ এরপর এক টুইট বার্তায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, কোহিস্তানে বাসে বিস্ফোরণে ৯ চীনা প্রকৌশলীসহ ১৩ জনকে হত্যার পেছনে সন্ত্রাসবাদীদের হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। কেননা প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান নিজে বিষয়টি তদারক করছেন। চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। পাকিস্তান ও চীন দুই দেশ যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে।
ঘটনার পর হাজারার এক প্রশাসনিক কর্মকর্তা জানান, কোহিস্তানের দাসু এলাকায় চীনের অর্থায়নে একটি পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। সেই কাজ তদারক করতে ৩০ চীনা প্রকৌশলীসহ কয়েকজন পাকিস্তানি প্রকৌশলী, নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে বাসটি হাজারা থেকে কোহিস্তানের দিকে যাচ্ছিল। সে সময় পথমধ্যে এ বিস্ফোরণ ঘটে। হামলার পর এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার তদন্ত সহায়তা এবং সমন্বয়ের জন্য তারা চীনের দূতাবাসের সঙ্গে গভীর যোগাযোগ রক্ষা করছেন। চীন ও পকিস্তান ঘনিষ্ঠ বন্ধু এবং দুই দেশের মধ্যে স্পাত কঠিন সম্পর্ক বিদ্যমান। চীনের নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষায় পাকিস্তান ব্যাপক গুরুত্ব দেয়।
দাসু হাইড্রোপাওয়ার প্লান্ট চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) একটি প্রকল্প। দুই দেশের মধ্যকার আন্তযোগাযোগ বাড়াতে সড়ক, রেলপথ ও পাইপলাইন বসানোর প্রকল্পে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বেশ কয়েক বছর ধরে চীনের অনেক প্রকৌশলী ও পাকিস্তানি শ্রমিকেরা কাজ করছেন। সূত্র : ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।