Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ভাই গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৩:৩৯ পিএম

সাতক্ষীরায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই ভাইয়ের নাম আব্দুল কাদের (২৫) ও আব্দুল কাশেম (২৭)। এরা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের আব্দুল গফফারের ছেলে।

খুলনা র‌্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে বৈচনা গ্রামের জনৈক আব্দুল সবুরের সততা ফার্নিচারের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগান ও ছয়টি গুলিসহ আব্দুল কাদের ও আব্দুল কাশেমকে গ্রেফতার করা হয়। এবিষয়ে সদর থানায় রাতেই একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৪৫।
সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছে, আসামীদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ