Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:১৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিযান পরিচালনা করে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

১৬ জুলাই শুক্রবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলা টেংগর এলাকায় লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রকিবুল ইসলাম (২৮) কে গ্রেফতার করা হয়। সে কালিহাতী উপজেলার দশকিয়া গ্রামের মুছা পরামানিকের ছেলে। এসময় বালু বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার, পাইপসহ অনান্য মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃত রকিবুল জানায়, সে বহু দিন ধরে বাংলা ড্রেজার মেশিন ব্যবহার করে লৌহজং নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বালু বিক্রয় করে আসছিলো।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালিহাতি থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা সহ পেনাল কোড এর ৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ