Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণ ঃ গ্রেফতার ৩

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৯:৪৪ এএম | আপডেট : ৩:০৩ পিএম, ১৬ জুলাই, ২০২১

মোবাইল প্রেমের ফাঁদে ফেলে এক শেরপুরের এক গৃহবধূকে তিনজনে মিলে ধর্ষণের অভিযোগে ৩ বখাটেকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানার পুলিশ। গ্রেফতার কৃতরা হল শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫), তার ছোট ভাই নিশাত (২১), ফুলকোট গ্রামের শফিকুলের ছেলে সিএনজি চালিত থ্রি-হুইলার চালক আব্দুল্লাহ (১৯)।

বৃহস্পতিবার তাদের গ্রেফতারের পর শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রহিমাবাদ সেনা স্মরনি এলাকার বকাটে রাব্বির সাথে শেরপুর উপজেলার পৌর এলাকার এক গৃহবধুর ফেসবুকে আড্ডা নামের এক গ্রুপে পরিচয় হয়।

পরিচয়ের সুত্রে ৪/৫ মাস আগে মোবাইল ফোনের কথপথোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায গত বুধবার বিকেলে প্রেমিক রাব্বি দেখার করার জন্য মোবাইল ফোনে রহিমাবাদ এলাকায় এই গৃহবধুকে ডাকে। গৃহবধু এসে রাব্বির সাথে একানে সেখানে ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে রাব্বি তার এক প্রতিবেশির বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে পালাক্রমে এই গৃহবধুকে ৩ জনে মিলে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে শাজাহানপুর এবং শেরপুর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় বি বøব ও সি বøক এলাকায অভিযান চালিয়ে আরেফিন, আবদুল্লাহ ও নিশাদ কে আটক করে ।
শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর এলাকায় তিন ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাদেরকে জেল হাজতে পাঠানো হযেছে।



 

Show all comments
  • Sheikh Ar ১৬ জুলাই, ২০২১, ১১:০৭ এএম says : 0
    বিষয়টা খুবই হাস্যকর ও দুঃখজনক।এমনটা যেন আমাদের বর্তমান সমাজের সংস্কৃতির সাথে মিশে গেছে।দুঃখজনক বিষয়টা এটাই যে,আমরা এখনও কোনটা দর্ষণ আর কোনটা পরক্রীয়া এটাই বুঝি না।এতে করে প্রকৃত দর্ষীতাদের আপমান করা হয়।আরেকটা বিষয় এই যে,এইসব তথাকথিত দর্ষীতারাই আগে বিচার পায় আর আসলরা বিভিন্নভাবে লাঞ্ছিত আর বিচারের নামে শুরু হয় প্রহসন।আর দুঃখজনক বিষয়টা এটাই যে,একটা বিবাহিত মহিলা কেমনে আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করে ।তলে তলে পানি খাবে আর প্রকাশিত হলেই দর্ষণ বাহ কি হাস্যকর ব্যাপার।আরে ভাই এটা দর্ষণ না এটা হল পরক্রীয়া এটা কেন বুঝি না।এভাবে তো দর্ষণের প্রকৃত সংঙাটাই একদিন ডাইনোসরের মতো বিলিন হয়ে যাবে।এটা ইনকিলাপের কাছ থেকে আশা করা যায় না। প্রতিবেদন পড়ে স্পষ্ট বুঝা যাচ্ছে এটা দর্ষণ না এটা পরক্রিয়া।তারপরেও আপনারা কীভাবে দর্ষণ লিখলেন বুঝি না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ