Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনার ২৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১১:০১ পিএম

বরগুনা জেলার ৫টি উপজেলার ২৯ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাবিবুর রহমান।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবীর, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বরগুনা জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নের মধ্যে গত ২১ জুন প্রথম ধাপে ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরগুনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ