মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব এখন করোনা মহামারীর তৃতীয় ঢেউ শুরুর প্রথম ধাপে রয়েছে। বুধবার কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের ৮ম বৈঠকে এই তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি।’ তিনি বলেন, ‘গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।’ এর কারণ হিসেবে তিনি করোনার অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কথা উল্লেখ করেন।
গেব্রিয়েসুস বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার প্রধান ভ্যারিয়েন্ট হয়ে উঠবে। টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারীর দয়ার ওপর ছেড়ে দেয়া। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখনো কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি। তবে সীমিত পরিসরে হলেও টিকা সরবরাহের আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্স কাজ করছে বলে তিনি জানিয়েছেন। কোভ্যাক্স এ পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে। সূত্র : হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।