বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। কোরবানির চামড়ার সিন্ডিকেটচক্রকে রুখতে হবে। অন্যথায় জাতীয় স্বার্থ বিঘিœত এবং দেশের কওমি মাদরাসার গরীব এতিমের হক বিনষ্ট হবে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : আসন্ন কোরবানির ঈদের আগে পশুর চামড়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে দেশের চামড়া শিল্প ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদের আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ ও সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের হাত থেকে চামড়া শিল্পকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কোরবানির সময় আসন্ন অথচ সরকারের সংশ্লিষ্ট মহলের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত হতাশা ও উদ্বেগের। কয়েক বছর ধরে একটি চক্র চামড়া খাতে নৈরাজ্য করে যাচ্ছে। ফলে চামড়া শিল্প ও বহু দ্বীনিশিক্ষাপ্রতিষ্ঠান সেইসাথে দেশের এতিম ও গরিব জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, দেশের একটি সম্ভাবনাময় শিল্প খাত ধ্বংস হয়ে যাবে এবং বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) : কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করে মাদরাসার গরীব এতিমের হক আদায়ে উদ্যোগ নিন। গতবছরের ন্যায় এবছরও স্বাস্থ্যবিধি মেনে সকল হিফজখানাগুলো চালু রাখার ঘোষণা দিন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)এর চেয়ারম্যান ববি হাজ্জাজ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে হাজ্জাজ বলেন, এদেশে কওমির আলো নেভাতেই চামড়া সিন্ডিকেট বাণিজ্য চলছে। আর এতে লাভবান হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। তিনি আরো বলেন, কওমি মাদরাসা এবং লিল্লাহ বোর্ডিং এর আয়ের অন্যতম উৎস কোরবানির পশুর চামড়ার আয়। কোরবানির চামড়ার অব্যাহত দরপতনের মাধ্যমে এদেশে মূলধারার ইসলামি শিক্ষাকে বাঁধাগ্রস্ত করার নীলনকশা আঁকা হয়েছে। তিনি আরো বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় এবার এক কোটি বর্গফুট ওয়েট বøু-চামড়া রপ্তানির যে অনুমতি দিয়েছে তার সুফল আমরা কোরবানির পশুর চামড়ার দামে দেখতে চাই। চামড়াজাত পণ্যের দাম না কমলেও তলানিতে যেয়ে ঠেকা কাঁচা চামড়ার দামের পিছনে দায়ী একটি প্রভাবশালী দলের মদদপুষ্ট সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ না হলে জনগণই তা একসময় প্রতিহত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।