Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ‘দাদা বাহিনী’র সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

কারওয়ান বাজার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসা কথিত ‘দাদা বাহিনী’র অন্যতম সদস্য মজিবুর রহমান শেখ ওরফে মজিদ ওরফে রাসেলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার দিনগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি তেজগাঁও জোনাল টিমের এডিসি মো. শাহাদত হোসেন সূমা জানান, কথিত এ দাদা বাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে না চাইলে দাদার নির্দেশে ধারালো অস্ত্রসহ আকস্মিক হামলা করে ওই ব্যবসায়ীদের এলোপাথারি কুপিয়ে জখম করা হতো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে তেজগাঁও থানায় পৃথক দু’টি মামলা হয়।

এ মামলা দু’টির তদন্তের ধারাবাহিকতায় গত বছরই বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে এ বাহিনীর মজিদসহ বেশ কয়েক জনের নাম পাওয়া যায়। সে অনুযায়ী গোপন তথ্যের ভিত্তিতে বেগুনবাড়ি এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ মজিদকে গ্রেফতার করা হয়। মজিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ