Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সিলেটে করোনা শনাক্ত হয়েছে ৪২৩ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৮:৪৮ পিএম

সিলেটে আজ (বৃহস্পতিবার) একদিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪২৩ জনের। আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, আজ ওসমানীর ল্যাবে ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পাওয়া গেছে পজিটিভ। এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে পরীক্ষা করা হয় ৩৭৬ টি নমুনা। এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে ১৭৬ জনের করোনা। নতুন শনাক্তদের মধ্যে সিলেট ৩ জন, হবিগঞ্জের ৮২ জন এবং ৯১ জন রয়েছেন মৌলভীবাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ