বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার ও চকবাজার থানার জয়নগর এলাকায় অবৈধভাবে কোরবানির গরু বিক্রির দায়ে ৪টি খাইন মালিকের বিরুদ্ধে ৭টি মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গরুগুলো দ্রুত সময়ের মধ্যে পাশের নির্ধারিত কোরবানির হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। এর আগে পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধ খাইন বানিয়ে পশু বিক্রির দায়ে ৩টি খাইনের মালিককে ২৫ হাজার টাকা এবং মঙ্গলবার বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে দু্ইটি খাইনের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করে চসিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।