Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার তৃতীয় ঢেউ শুরু: ডব্লিউএইচও প্রধান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৫:২৪ পিএম

করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আমরা এখন এর প্রাথমিক পর্যায়ে রয়েছি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা বলেছে, এবারের ঢেউয়ে বড় আতঙ্কের কারণ হতে পারে অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত বুধবার ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা বর্তমানে করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।’ তার মতে, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পাশাপাশি সামাজিক গতিশীলতা এবং প্রমাণিত স্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্য ব্যবহার বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে।

গ্যাব্রিয়েসুস জানান, ভাইরাসটি বিকশিত হওয়া অব্যাহত রেখেছে, যার মাধ্যমে অধিক সংক্রামক ধরনগুলো তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ১১১টির বেশি দেশে পৌঁছে গেছে। আমরা ধারণা করছি, এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে, যদি না তা ইতোমধ্যেই হয়ে গিয়ে থাকে।’

গত সপ্তাহে টানা চতুর্থ সপ্তাহের মতো বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার বাড়তে দেখা গেছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে একটি বাদে সবগুলোতেই রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে। টানা ১০ সপ্তাহ কমার পর সম্প্রতি করোনায় মৃত্যুও ফের বাড়তে শুরু করেছে।

করোনার এই ভয়াবহতা ঠেকাতে টিকাদানের বিকল্প নেই বলে মনে করিয়ে দিয়েছেন ডব্লিউএইচও প্রধান। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানের কথাও ফের উল্লেখ করেন তিনি।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৫ জুলাই, ২০২১, ৭:৩৬ পিএম says : 0
    আমরাই অদম্য সাহসী জাতি তৃতীয় ঢেউ শুরু সাথে সাথেই দেশে মৃত্যুর মিছিল আগমন কে সাদরে গ্রহণকারী হিসাবে বিশ্বস্বাস্থ্য কতৃক আন্তর্জাতিক পুরুস্কার দাবীদারহতেপারী।ডেল্টা ভ‍্যারিযেন্ট তীব্র আক্রমণে ভাইরাসের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডের সময়ই দরজা জানালা খোলে দিয়েছি রাস্তা ঘাটে শহরে বন্দরে গ্রামে মানুষের সমাবেশ চলুক তৃতীয় ঢেউআসুক ঢেউয়ের পর ঢেউ বিশাল জনগোষ্ঠী কিছু কমে যাওয়াজরুরী। আজও সর্বোচ্চ রেকর্ড ২২৬জন মানুষের মর্মস্পর্শি মৃত্যু। আজকে দেখলাম কবরস্থানে বোল ড্রোজার দিয়ে কবর তৈরী হচ্ছে। আগাম প্রস্তুতি ঢাকা সিটি কর্পোরেশনের।এক সপ্তাহের হিউম্যান ট্রাইল হচ্ছে হচ্ছে বাংলাদেশে মানুষের উপরে কি পরিমাণ আক্রান্ত মৃত্যু হয় গবেষণা হচ্ছে। লকডাউন বাদ সবকিছু স্বাভাবিক করে পরিস্থিতি পয‍্যালোচনা হচ্ছে। এখান মহামারী ভাইরাসের সময় অদৃশ্য ভাইরাসের আক্রান্ত মৃত্যুর সময়। বিশালাকার জনগোষ্ঠী হিতাহিতজ্ঞান হারিয়ে পেলেছে মানুষের আচরণ মানুষের মধ্যে সিমাবদ্ধ নেই। সরকারের বিধি নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঅঙ্গনী দেখিয়ে মাক্স বিহীন মানুষ। এটি জমিনজুড়ে মানুষের উপর গজব আজাব বুঝতে পারছিনা আমরা এই ভাইরাস আক্রান্তের শরীরের ফুসফুস আঘাত করছে কেন? একি চিত্র পৃথিবীব‍্যাপি। চিকিৎসা নাই ঔষধের কার্যকারিতা নাই পরাশক্তি ওগরিব ক্ষমতাবান শিল্পপতি বিচার পার্থক্য নাই। প্রায় দুবসর বিজ্ঞানও প্রযুক্তি টেকনোলজি সব কিছুই পরাজিত টিকা নিয়েও আক্রান্ত মৃত্যুর শিরোনাম হচ্ছে অথ‍্যাৎ পরিস্কার টিকা মানুষিক শান্তি। টিকাই পৃথিবীর মানুষ কে বাচানোর একমাত্র পথ বিকল্প নেই। আল্লাহ মহাকৌশলী এটি পকৃত ঈমান ইজ্জত বাচানোর আখেরি জমানা। ইহুদী কাফের বিধর্মীদের কথাবাদ সংখ্যা গরিষ্ঠ মুসলমান বেনামাজি কঠিন সময় শয়তানের কুমন্ত্রণাদাতা জেনেও মানুষ শয়তান হতে বাচতে চাচ্ছে না জমিন জুড়ে মানুষ স্থায়ী আচরণ করছে। কোন ওয়াইজ নচিকত কাজ হচ্ছে না। একদিন জনৈক ব‍্যাক্তি এসে রাসুল(সাঃ)কে জিজ্ঞেস করল কে সব চায়তে বিচক্ষন?তিনি বললেন মৃত্যুকে সর্বাদিকস্বরণকারী এবং পরকালীন জীবনের জন্যে সুন্দর প্রস্ততি গ্রহনকারী(ইবনু মাজাহ হা/৪২৬৯) ক্ষনস্থায়ী ক্ষুদ্র জীবনের জন্যে বিচক্ষনরা সাবধান। করোনা ছোয়াচে হলেও আল্লাহর হকুম ব‍্যতীত কার্যকর হয় না। প্রতিটি শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ। অক্সিজেন কত মুল‍্যবান নিঃশ্বাস কত মূল‍্যবান মানুষ বুঝতে পাচ্ছে। আল্লাহ্ আমাদের তোওবা কবুল করুন আমাদের ক্ষমা করুন আমাদের হেফাজত করুন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ