Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরমুখো মানুষের ভিড়ে মুখরিত সায়েদাবাদ ও মহাখালী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১:৩৪ পিএম

২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।আর এ উপলক্ষে আট দিনের জন্য করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল হতেই রাজধানীর সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় বেড়েছে ঘরমুখো যাত্রীদের। কিছুক্ষণ পরপরই টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে আন্তঃজেলার বাস। তবে যাত্রী এবং চালকদের অনেকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন।
পরিবহনের মালিকরা জানিয়েছেন, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দিনে কয়েকশ’ বাস সারাদেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ ভাড়া বেশি দিয়ে টিকিট কাটছেন যাত্রীরা। প্রতিটি বাসে এক আসন ফাঁকা রেখেই যাত্রীরা বসছেন। প্রতি মুহূর্তে টার্মিনাল থেকে বাস ছেড়ে যাচ্ছে। তবে বাসে ওঠার সময় যাত্রীদের মুখে মাস্ক দেখা গেলেও আসনে বসে অনেকেই তা খুলে ফেলছেন। চালক এবং তার সহকারীর বেলায়ও একই চিত্র দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ