Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ বিমানবাহী রণতরিতে শতাধিক নাবিকের করোনা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১০:১০ এএম

ব্রিটিশ বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথে প্রায় ১০০ নাবিকের করোনা শনাক্ত হয়েছে। এই রণতরির সঙ্গে থাকা বহরের আরও কয়েকটি রণতরিতেও করোনা করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। -বিবিসি

তিনি বলেন, রণতরীর সব নাবিক ইতোমধ্যে করোনার টিকার দুটি ডোজ নিয়েছেন।যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) প্রথম অপারেশন চলছে এই রণতরীর নেতৃত্বেই। এই গ্রুপে নয়টি জাহাজ, ৩২টি রণতরি এবং ৩ হাজার ৭০০ নৌ সদস্য মোতায়েন রয়েছে। গত মে মাসের শেষ দিকে এই গ্রুপের সাত মাসের যাত্রা শুরু হয়। বিশ্বের এক–পঞ্চমাংশ দেশের জলসীমা ঘোরার কথা রয়েছে তাদের।

এইচএমএস কুইন এলিজাবেথ ভারত মহাসাগরে প্রবেশ করেছে। রয়েল নেভির এক মুখপাত্র জানিয়েছেন, বছরের শেষ দিকে তারা জাপানের দিকে যাত্রা শুরু করবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে ব্যক্তিদের খুঁজে বের করার কার্যক্রম শুরু করা হয়েছে। সবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ