Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাইনের শেষ মুর্হুতে সিলেটের রাস্তাঘাটে মানুষের ভীড়, চলছে গাড়ি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৭:৪১ পিএম

টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ বুধবার (১৪ জুলাই)। আজ মধ্যরাত থেকে শুরু হবে নতুন নির্দেশনার ৭ দিন। এই ৭ দিনে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, দোকানপাট খুলবে। এদিকে, ‘কঠোর লকডাউন’ শেষ হওয়ার আগেই (শেষের দিন) সিলেটের সড়কগুলোতে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে নগরীতে। এমনকি স্বাভাবিক দিনের মতো যানজটের দৃশ্য দেখা গেছে নগরীতে। অলিগলিতে খুলেছে দোকানপাট। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেরিয়ে পড়েছেন বাইরে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। কিন্তু ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ মানুষের বেশ ভিড় দেখা গেছে সিলেটে সড়কে। দুপুরের দিকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখা গেছে, লকডাউনের বিগত দিনগুলোর তুলনায় রাস্তায় যানবাহন নেমেছে বেশি সংখ্যক। লোকজন নানা জরুরি প্রয়োজনের অজুহাত দেখিয়ে রাস্তায় বের হওয়ার কথা জানাচ্ছেন। নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে অন্যান্য স্বাভাবিক দিনের মতো মানুষের ভিড় দেখা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ