Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লালমনিরহাট সীমান্তে বিএসএফ-এর গুলিতে গরু ব্যবসায়ী নিহত

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৬:৪২ পিএম

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র সাদ্দাম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) ভোর আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।

নিহত সুবল চন্দ্র ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ীর কাজ করত।

এলাকাবাসী জানান, বুধবার ভোর রাতে বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুবলসহ ৫/৬জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করেন। এ সময় ভারতর কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সুবলের মৃত্যু হয়। বুধবার (১৪ জুলাই) সকালে সীমান্তের শূন্যরেখায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও বিজিবি গিয়ে মৃত দেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। তবে এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালমনিরহাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ