Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল নির্মাণের প্রতিবাদে সিআরবিতে ডা. শাহাদাতের বৃক্ষরোপণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১:৪৮ পিএম

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে প্রস্তাবিত জায়গায় বৃক্ষরোপণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বুধবার সকালে নেতা-কর্মীদের নিয়ে বৃক্ষরোপণ তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, সদস্য কামরুল ইসলাম, চকবাজার থানার সাধারণ সম্পাদক নুর হোসেন প্রমুখ।

বিএনপির নেতারা বলেন বন্দরনগরী চট্টগ্রামে সারি সারি শতবর্ষী সুবিশাল গাছে সবুজে ঘেরা ২০০ বছরের ঐতিহ্যমণ্ডিত সিআরবি এলাকার সবুজ সরিয়ে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যেখানে প্রতিদিন প্রাণভরে শ্বাস নেয় সেই সিআরবি এলাকায় এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ। তারই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন আজ বৃক্ষরোপণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ