Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সাড়ে ৮ টন চোরাই স্টিল উদ্ধার গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৭:০৮ পিএম

নগরীতে সাড়ে আট মেট্রিক টন স্টিলের পাত চুরি করে বিক্রির অভিযোগে ক্রেতা-বিক্রেতাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি চৌধুরী মার্কেটের একটি গুদাম থেকে সোমবার রাতে এ স্টিলের পাতগুলো উদ্ধার করা হয়। তার আগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চার জনকে। তারা হলেন- মজিবুর রহমান রিয়াল (৩০), মাসুম (৩৪), বাবুল মিয়া (৩০) ও নুরুল হুদা (৪৬)।

তাদের মধ্যে রিয়াল পণ্যবাহী গাড়ির ব্রোকার ও নুরুল হুদা চোরাই স্টিল পাতের ক্রেতা। পুলিশ জানায়, রিয়ালের নেতৃত্বে এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন পরিবহন সংস্থাকে মালামাল পরিবহনের জন্য গাড়ি ঠিক করে দেয়। পরে কৌশলে সেখান থেকে মালামাল চুরি করে। গাজীপুরের শফিপুরে মদিনা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান স্টিলের পাতগুলো আমদানি করে। চট্টগ্রামের লুপ ফ্রেইট লিমিটেড নামে একটি পরিবহন সংস্থা তিনটি রোলে থাকা আট হাজার ৬৭০ কেজি স্টিলের পাত চট্টগ্রাম বন্দর থেকে শফিপুরে পাঠানোর দায়িত্ব নেয়। প্রতিষ্ঠানটি ব্রোকার মজিবুর রমান রিয়ালের মাধ্যমে ভাড়া করা ট্রাকে করে সেগুলো গত ৩০ জুন চট্টগ্রাম বন্দর থেকে শফিপুরের উদ্দেশ্যে পাঠানো হয়।

১২ জুলাই পর্যন্ত মালামাল না পৌঁছানোয় লুপ ফ্রেইটের মালিক আল মামুন মজিবুর রহমান রিয়ালের সাথে যোগাযোগ করলে তিনি তালবাহানা শুরু করেন। এ ঘটনায় মজিবুর রহমান রিয়াল ও মাসুমকে আসামি করে সদরঘাট থানায় মামলা করে। থানা পুলিশ তদন্তে নেমে রিয়ালকে আটক করে এবং আমজাদ অ্যান্ড ব্রাদার্স নামে একটি গুদামে স্টিলের পাতগুলোর সন্ধান পাওয়া যায়। তবে এ পাতগুলো তিনটি রোল থেকে কেটে ৫৯টি রোল করে ফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ