Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় মামলায় সাক্ষী দেয়ায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৪:২৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার বড় মাছুয়া বাজারের একটি অফিস ভাংচুরের মামলায় স্বাক্ষী দেয়ায় প্রতিপক্ষরা মঙ্গলবার দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল (২০)কে এলোপাতারি পিটিয়ে আহত করেছে। এসময় শাকিলকে উদ্ধারে এগিয়ে এলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অটো চালক সরোয়ার ফকির(২২) ও তার বড় ভাই দেলওয়ার ফকির (৩৩) নামের দুই সহদরকে জখম করে। স্বজনরা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে সরোয়ারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সূত্রে জানাযায়, উপজেলার বড়মাছুয়া বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ অফিসটি দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষরা গত ১৮/০৫/২০২১ তারিখ ভাংচুর করে। এঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মারুফুজ্জামান বাদী হয়ে ইউপি সদস্য কাইউম হোসেন এর পুত্র সাফি (২৪) ও তার সহযোগি মুছা (২২), ওমর (২৮), রাফি (২২) আরিফ (২৪) এর নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলার স্বাক্ষী ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল সম্প্রতি স্বাক্ষ্য দেয়। এত ক্ষুব্ধ হয়ে মামলার আসামী সাফি ও তার দলবল দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মালেক ফকিরের পুত্র সরোয়ার ফকির, বড় ভাই দেলওয়ার ফকির ও সেলিম হাওলাদারে পুত্র শকিলের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা নাসির হোসেন ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল ইসলামের সমর্থকদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসসিল। পূর্ব বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরও জানান, এ হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে জখম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ